সোমবার, ২৭ জুন, ২০১১

ডিভাইস ছাড়া আপনার কম্পিউটার কে ওয়াই ফাই বানিয়ে নিন

প্রায় অনেকের এরকম সমস্যা হয়ে থাকে দেখা যায় বাসার একটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিন্তু অন্যান্য ডিভাইসে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। যেমন: ডেক্সটপে মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছেন আপনি চাইলে আপনার মোবাইলে, ল্যাপটপে, ট্যাবলেটে পিসি'তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ 'MHotSpot' ব্যাবহার করতে পারেন। এটি মাত্র ৫.৭ মেগাবাইট এবং ফ্রি টুলস্।
sharing আপনার কম্পিউটারকে সহজেই ওয়াই ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।। | Techtunes
mhotspot একটি ফ্রি্ওয়্যার টুলস্ এবং ইন্সটল করার কোন জামেলা নেই। উইন্ডোজ সেভেন এবং ভিসতা অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে। ভ্যাচুয়ার্ল ওয়াই-ফাই হটস্পর্ট হিসেবে কাজ করবে।
mHotspot আপনার কম্পিউটারকে সহজেই ওয়াই ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।। | Techtunes

Download MHotSpot <

প্রথমে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে ফাইল'টি ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখুন বা ডেস্কটপে সংরক্ষন করুন।
wifi internet share 1 আপনার কম্পিউটারকে সহজেই ওয়াই ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।। | Techtunes
উপরের ছবির মত কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং থেকে আপনার ব্যাবহার করা মডেম বা ড্রাইভার'টি সিলেক্ট করুন।
wifi internet share 2 আপনার কম্পিউটারকে সহজেই ওয়াই ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।। | Techtunes
মাউসের রাইট বাটন ক্লিক করে Properties থেকে Sharing ট্যাব থেকে allow other network users to connect through this computer's internet connection এ ক্লিক করে হোম নেটওয়ার্কিং কানেকশন থেকে wireless network connection সিলেক্ট করে ok তে ক্লিক করুন।
wifi internet share 3 আপনার কম্পিউটারকে সহজেই ওয়াই ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।। | Techtunes
ডেস্কটপ থেকে mHotSpot টুলস্'টি ডাবল ক্লিকের মাধ্যমে রান করুন। Setup Hotspot অপশনে ক্লিক করুন... এবার enter name এ নাম দিয়ে এন্টার এবং ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে এটার চাপুন। এরপর Start এ ক্লিক করে দিন।
wifi internet share 4 আপনার কম্পিউটারকে সহজেই ওয়াই ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।। | Techtunes
এবার taskbar থেকে এ  wireless network connection আইকনে ক্লিক করার পর Currently connected to: থেকে আপনার নেটওয়ার্ক'টি দেখতে পাবেন।
wifi internet share 5 আপনার কম্পিউটারকে সহজেই ওয়াই ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।। | Techtunes
এবার আপনার মোবাইল বা অন্য কম্পিউটার/ল্যাপটপে Wi-Fi networks থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন তারপর পার্সওয়াড দিয়ে কানেক্টেড হয়ে যান.... আর ইন্টারনেট ব্যাবহার করতে থাকুন।।।

ইমেইল পড়ার পরে আপনাকে নোটিফকেশান পাঠানো হবে

আপনি কাউকে মেইল করেছেন, সেই মেইলটি প্রাপক পড়েছে কিনা তা স্বাভাবিকভাবে জানার উপায় নেই। এমন কোন পদ্ধতি যদি থাকতো যে মেইল পড়ার সাথে সাথে আপনি জানতে পারবেন তাহলে কেমন হতো! ‘স্পাই পিগ’ দ্বারা এমনই সুবিধা পাওয়া যাবে।
ধাপ১) এজন্য www.spypig.com এ আপনার মেইল ঠিকানা দ্বারা রেজিষ্ট্রেশন করতে হবে।
ধাপ২) বাম পাশের প্যানেলে MySpyPig Factory এ ক্লিক করে Your email address এ আপনার মেইল ঠিকানা (যে ঠিকানাতে মেইল পড়ার তথ্য জনতে চান)।
ধাপ৩) Your message title এ মেইল শিরোনাম দিন।
ধাপ৪) Select your SpyPig tracking image এ ছবি নির্বাচন করুন। এই ছবিটিই মেইল পড়ার বিষয়টি ট্রেকিং করবে, যা মেইলের সাথে মেইল করে পাঠাতে হবে। আপনার চাইলে আপনার পছন্দের ছবি যুক্ত করতে পারেন।
ধাপ৫) Click to Create My SpyPig বাটনে ক্লিক করুন।
ধাপ৬) এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে আপনার মেইলে অথবা মেইল সিগনেচারে পেষ্ট করুন।
এবার আপনি কাউকে মেইল পাঠালে প্রাপক মেইল পড়ার সাথে সাথে SpyPig Notification নামে একটি মেইল আসবে। এই মেইলটিতে প্রাপকের মেইলটি পড়ার সময়, প্রাপকের অবস্থান, কতবার পড়েছে (সর্বোচ্চ ৫বার), প্রাপকের আইপি এবং অ্যাপলিকেশনের (ব্রাউজার, অপারেটিং সিস্টেম) তথ্য আসবে।

সোমবার, ১৩ জুন, ২০১১

১টি মোবাইল / মডেম / সিম কার্ড দিয়ে একাধিক পিসিতে ইন্টারনেট ব্যাবহার

আজকে দেখাবো কিভাবে একটি মাত্র মডেম অথবা মোবাইল দিয়ে মাত্র একটি যে কনো ধরনের মোবাইল সিম দিয়ে একাধিক কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অনেকের বাসায় অনেক ভাই বোন আছে, রিতিমত ঝরগা লেগে যায় কার আগে কে নেটে বসবে, তাই না? আবার অনেক সময় ২টা পিসি এক সাথে ইউস করার দরকার হয়ে থাকে। আবার যারা মেছে থাকেন বন্ধুরা মিলে একটি সিম কিনবেন, সবাই মিলে টাকা দিবেন একটি লাইনের কিন্তু ইউজ করবেন ২/৩জন মিলে। আসা করি ভালো লাগবে।
best p2p ১টি মোবাইল / মডেম / সিম কার্ড দিয়ে একাধিক পিসিতে ইন্টারনেট ব্যাবহার
চলেন শুরু করি।
স্টেপ – ১
প্রথমে একটি ডায়েল আপ ইন্টারনেট কানেকশন বানিয়ে নিতে হবে। 
স্টেপ – ২ (ক) (২টি পিসি ইউস করার জন্য)

যে কনো কাছের সাইবার ক্যাফে যাবেন অথবা কম্পিউটারের পার্স সেল করে এমন দোকানে গিয়ে বলবেন
“ভাই আমাকে Compro cat6 তার দেন, তারের দুই মাথায় connector লাগিয়ে দিবেন p2p মানে পিসি ২ পিসি কানেক্ট করার জন্য।যদি আরো সিউর হতে জিজ্ঞাস করে কি করবেন, আপনি বলবেন  ২টা পিসি শেয়ারিং করব। তাহলেই হবে তারা বুঝে নিবে।
(যত মিটার আপনার দরকার নিয়ে নিন, যদি একটি পিসি এক রুমে থাকে আরেকটি অন্য রুমে তাহলে সেই দুরত্য হিসাব করে তার নিবেন, অন্য তার ও নিতে পারেন Compro তারটা ভালো আছে ১৪ থেকে ১৬টাকা প্রতি মিটার এর দাম রাখবে)
স্টেপ – ২ (খ) (২টির বেশী পিসি ইউস করার জন্য)
যে কনো কাছের সাইবার ক্যাফে যাবেন অথবা কম্পিউটারের পার্স সেল করে এমন দোকানে গিয়ে বলবেন, “ভাই আমাকে একটা ৪ পোর্ট এর হাব অথবা সুইচ দেন” সাথে নিজের প্রয়োজন মত তার নিবেন। আগের মতই বলবেন যে connector লাগিয়ে দিতে, তবে এবার বলবেন ক্রস ক্যাবল করে দিতে।  সিউর ভাবে বুঝানর জন্য বলেন আমি সুইচ অথবা হাব দিয়ে একটি পিসি থেকে অনেক পিসিতে নেট শেয়ার করব। এবং এর পরে বলবেন ১ মিটার এর আলাদা  আরেকটু তারের ২ মাথায় connector লাগিয়ে দিতে।
(সুইচ এর দাম একটু বেশী পরবে ৫০০ থেকে ৬০০ টাকা ৪ পোর্টের জন্য, যদি আপনি ৩টার বেশী পিসি ইউস করতে যান তাহলে যত পোর্ট আপনার দরকার তত পোর্টের সুইচ নিবেন, হাব আর সুইচ এর কাজ অনেকটা এক, হাব এর ২০০টাকা পরবে, হাব না নেয়াই ভালো, হাব নিলে স্পীড মাঝে মাঝে কম পাবেন ২দিন পর পর নষ্ট হয়ে যাবে)
স্টেপ – ৩ (ক) (২টি পিসি ইউস করার জন্য)
দোকান থেকে কিনে আনা তার এর একটি মাথা যে কনো একটি পিসিতে লাগার আরেকটি মাথা আরেকটা পিসিতে লাগান ল্যান কার্ডে (পিসির পিছনে দেখেন ল্যান কার্ড লাগানো আছে কিনা না থাকলে ল্যান কার্ড কিনতে হবে ২৭০ টাকা থেকে ৩২০টাকা দাম পরবে)
স্টেপ – ৩ (ক) (২টির বেশী পিসি ইউস করার জন্য)
দোকান থেকে কিনে আনা ১মিটার তার এর একটি মাথা সুইচ এর যে কনো একটি পোর্টে লাগান আরেকটি মাথা লাগান যে পিসিতে মডেম অথাবা মোবাইল লাগাতে চান। আমারা একটিকে মাস্টার পিসি বা মাদার পিসি অথবা সার্ভার পিসি বলি। এখন বাকি যেই লম্বা তার আছে তার একটি মাথা সুইচ এর যে কনো একটি পোর্টে ঢুকান এবং আরেক মাথা আরেকটি পিসিতে লাগান, এভাবে যত গুলো পিসিতে লাইন নিতে চান করতে থাকেন, একটি মাথা সিউচ এ ঢুকাবেন আরেকটি মাথা পিসিতে, বুঝা গেছে? গুড বয়। হিহি
স্টেপ – ৪ (২টি বা ২টির বেশী যাই হক এই ভাবেই শেয়ার করবেন)
সব কাজ শেষ। এখন জাস্ট একটু কাজ বাকি আছে। মাদার পিসি বা সার্ভার পিসিতে প্রথমে একটি ডায়েল আপ ইন্টারনেট কানেকশন বানিয়ে নিতে হবে।  সেদিন আমি পোস্ট করেছিলাম দেখে নিন। এখন আপনার বানানো ডায়াল আপ কানেকশনের Properties এ যান। (control panel > network connection ত্থেকে আপনার বানানো কানেকশন টি দেখতে পারবেন) Properties এ যাবার পরে উপরে ট্যাব এ দেখুন Advanced লিখা আছে সেখানে ক্লিক করে নিচের ছবিতে যেখানে যেখানে মার্ক করা আছে আপনেও করে দিন। কাজ হয়ে যাবে।
internet sharing 02 ১টি মোবাইল / মডেম / সিম কার্ড দিয়ে একাধিক পিসিতে ইন্টারনেট ব্যাবহার

স্টেপ – ৫
হিহি, বস কাজ শেষ, এখন আপনি আপনার আরেকটি পিসি চেক করে দেখেন ইন্টারনেট চালু হয়ে গেছে। যদি ভাবেন একটি সিম দিয়ে স্পীড অনেক কম পাবেন তাহলে আপনি একদম ভুল ভাবছেন, তবে ৪টির বেশী পিসি ইউজ করলে স্পীড কম পাবেন ২/৩ টি পিসি ইউজ করলে স্পীড কম হবে না। যেমন স্পীড আগে পাইতেন ঠিক তেমন স্পীড এ সব গুলো পিসিতে পাবেন। এর কারন আছে। কারন মোবাইল কোম্পানি গুলো একটি আইপি দিয়েছে আপনাকে। আমরা এখানে কি করেছি, শেই আইপি টা শেয়ার করি নাই আমরা জাস্ট ইন্টারনেট শেয়ার করেছি। তাই সার্ভার পিসিতে যেই স্পীড পাবেন একদম সেম স্পীড অন্য সব পিসিতে পাবেন। আমি এভাবে অনেকের সাইবার ক্যাফ ও সেটআপ করে দিয়েছি তখন গ্রামীণ এর একটি স্পেশাল সিম ছিলো VOIP সিম, বিল ছিলো কম একটি সিম দিয়ে পিসি চলত ২০টির মতন, বিল দিতে হত একটির।

মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

আজকে দেখাব কিভাবে মোবাইল বা মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন বানাতে পারবেন। ডায়েল আপ কানেকশন বানিয়ে নিলে অনেক সময় ইন্টারনেট এর গতি অনেক টাই বেরে যায়। জিনিস টা খুব ই সহজ তাহলে চলেন শুরু করি। প্রথমে আপনার মডেম অথবা মোবাইল এর ড্রাইভার সিদি টি ইন্সটল করে নিন। বাকি কাজ নিচে দেয়া হল।

Step One

ক্লিক Start তারপর ক্লিক Control Panel
one মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন
অথবা রান এ গিয়ে টাইপ করুন control panel
two মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Two

হাতের বাম পাশে দেখুন লিখা আছে।
যদি লিখা থাকে “switch to category view” তাহলে আর কিছু করতে হবে নয়া।
যদি লিখা থাকে “switch to classic view” তাহলে এটার উপরে ক্লিক করুন নিচের ছবির মতন

three মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Three

নিচের ছবির মত Network Connections এ ডাবল ক্লিক করুন
four মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Four

হাতের বাম পাশের Create a New Connection. ক্লিক করুন
five মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Five

তাহলে আপনে এখন আছে এখানে New Connection Wizard
Next এ ক্লিক করুন
six মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Six

সিলেক্ট করুন Connect to the Internet তারপর Next.
seven মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Seven

সিলেক্ট Set up my connection manually তারপরে Next.
eight মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Eight

সিলেক্ট Connect using a dial-up modem পরে Next.
nine মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Nine

ISP Name এর জায়গায় যে কনো কিছু একটা লিখুন যেমন “PpNet” পরে ক্লিক Next.
ten মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Ten

Phone Number এর ঘরে লিখুন *৯৯***১# (এটা দেশের সব গুলো মোবাইল কোম্পানির জন্য)

eleven মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Eleven

Username = কিছু দিতে হবে না।
Password = কিছু দিতে হবে না।
Confirm Password = কিছু দিতে হবে না।
“make this my default connection” এখানে ক্লিক করুন
এখন ক্লিক Next
twelve মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Twelve

টিক মার্ক দিন “Add a shortcut to this connection on my desktop” তারপরে ফিনিশ Finish.
thirteen মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Thirteen

এখন control panel এ গিয়ে Network Connections এ গেলে দেখতে পারবেন আপনার বানান ডায়েল আপ হয়ে গেছে। এখন রাইট কিল করে এটার properties এ যান।
fourteen মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন
এখন রাইট কিল করে এটার properties এ যান। নিচের ছবিতে ঠিক যেমন আছে তেমন করুন। যেখানে টিক মার্ক নেই আপনেও দিবেন না।
 মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Fourteen

এখন ডেক্সটপ থেকে My Computer এ রাইট ক্লিক করে mange এ ক্লিক করুন। (অবশ্যই আপনার মোবাইল অথবা মডেম তখন পিসিতে লাগানো থাকতে হবে)
manage এ যাবার পরে নিচের ছবিতে দেয়া অনুযায়ী কাজ করুন। ১, ২ , ৩ , ৪, ৫ যেখানে নাম্বার আছে ক্লিক করে করে যেতে থাকেন। এখানের ৪ নং অপশন টা খুব ই দরকারি বিষয় এটা ঠিক মত না দিয়ে নেট কানেক্ট হবে না।
আপনার মোবাইল সিম যদি গ্রামীণ ফোনের হয় তাহলে দিবেন +cgdcont=1,"ip","gpinternet"
আপনার মোবাইল সিম যদি এয়ারটেল ফোনের হয় তাহলে দিবেন +cgdcont=1,"ip","internet"
আপনার মোবাইল সিম যদি বাংলালিংক ফোনের হয় তাহলে দিবেন +cgdcont=1,"ip","blweb"

 মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Finished

desktop এ দেখুন আপনার বানান কানেকশনের আইকন দেখা যাবে, এটাতে ডাবল ক্লিক করলেই প্রতিবার আপনার নেট কানেক্ট হয়ে যাবে। (প্রতিবার পিসি অন করে জাস্ট এটার আইকনে ক্লিক করলেই নেট কানেক্ট হয়ে যাবে)

শনিবার, ৪ জুন, ২০১১

হ্যাকিং কি?

হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। এসব কথা আপনারা সবাই জানেন। আমরা প্রায় সবাই জানি হ্যাকিং বলতে শুধু কোন ওয়েব সাইট হ্যাকিং আবার অনেকের ধারনা হ্যাকিং মানে শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক  হ্যাক করা, আসলে কি তাই? না আসলে তা না। হ্যাকিং অনেক ধরনের হতে পারে। আপনার মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও  ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা ও হ্যাকিং এর আওতায় পড়ে।  হ্যাকাররা সাধারনত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রুটি বের করে তা দিয়েই হ্যাক করে।