সোমবার, ১৩ জুন, ২০১১

মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

আজকে দেখাব কিভাবে মোবাইল বা মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন বানাতে পারবেন। ডায়েল আপ কানেকশন বানিয়ে নিলে অনেক সময় ইন্টারনেট এর গতি অনেক টাই বেরে যায়। জিনিস টা খুব ই সহজ তাহলে চলেন শুরু করি। প্রথমে আপনার মডেম অথবা মোবাইল এর ড্রাইভার সিদি টি ইন্সটল করে নিন। বাকি কাজ নিচে দেয়া হল।

Step One

ক্লিক Start তারপর ক্লিক Control Panel
one মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন
অথবা রান এ গিয়ে টাইপ করুন control panel
two মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Two

হাতের বাম পাশে দেখুন লিখা আছে।
যদি লিখা থাকে “switch to category view” তাহলে আর কিছু করতে হবে নয়া।
যদি লিখা থাকে “switch to classic view” তাহলে এটার উপরে ক্লিক করুন নিচের ছবির মতন

three মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Three

নিচের ছবির মত Network Connections এ ডাবল ক্লিক করুন
four মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Four

হাতের বাম পাশের Create a New Connection. ক্লিক করুন
five মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Five

তাহলে আপনে এখন আছে এখানে New Connection Wizard
Next এ ক্লিক করুন
six মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Six

সিলেক্ট করুন Connect to the Internet তারপর Next.
seven মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Seven

সিলেক্ট Set up my connection manually তারপরে Next.
eight মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Eight

সিলেক্ট Connect using a dial-up modem পরে Next.
nine মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Nine

ISP Name এর জায়গায় যে কনো কিছু একটা লিখুন যেমন “PpNet” পরে ক্লিক Next.
ten মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Ten

Phone Number এর ঘরে লিখুন *৯৯***১# (এটা দেশের সব গুলো মোবাইল কোম্পানির জন্য)

eleven মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Eleven

Username = কিছু দিতে হবে না।
Password = কিছু দিতে হবে না।
Confirm Password = কিছু দিতে হবে না।
“make this my default connection” এখানে ক্লিক করুন
এখন ক্লিক Next
twelve মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Twelve

টিক মার্ক দিন “Add a shortcut to this connection on my desktop” তারপরে ফিনিশ Finish.
thirteen মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Thirteen

এখন control panel এ গিয়ে Network Connections এ গেলে দেখতে পারবেন আপনার বানান ডায়েল আপ হয়ে গেছে। এখন রাইট কিল করে এটার properties এ যান।
fourteen মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন
এখন রাইট কিল করে এটার properties এ যান। নিচের ছবিতে ঠিক যেমন আছে তেমন করুন। যেখানে টিক মার্ক নেই আপনেও দিবেন না।
 মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Step Fourteen

এখন ডেক্সটপ থেকে My Computer এ রাইট ক্লিক করে mange এ ক্লিক করুন। (অবশ্যই আপনার মোবাইল অথবা মডেম তখন পিসিতে লাগানো থাকতে হবে)
manage এ যাবার পরে নিচের ছবিতে দেয়া অনুযায়ী কাজ করুন। ১, ২ , ৩ , ৪, ৫ যেখানে নাম্বার আছে ক্লিক করে করে যেতে থাকেন। এখানের ৪ নং অপশন টা খুব ই দরকারি বিষয় এটা ঠিক মত না দিয়ে নেট কানেক্ট হবে না।
আপনার মোবাইল সিম যদি গ্রামীণ ফোনের হয় তাহলে দিবেন +cgdcont=1,"ip","gpinternet"
আপনার মোবাইল সিম যদি এয়ারটেল ফোনের হয় তাহলে দিবেন +cgdcont=1,"ip","internet"
আপনার মোবাইল সিম যদি বাংলালিংক ফোনের হয় তাহলে দিবেন +cgdcont=1,"ip","blweb"

 মোবাইল/মডেম দিয়ে ডায়েল আপ কানেকশন তৈরি করুন

Finished

desktop এ দেখুন আপনার বানান কানেকশনের আইকন দেখা যাবে, এটাতে ডাবল ক্লিক করলেই প্রতিবার আপনার নেট কানেক্ট হয়ে যাবে। (প্রতিবার পিসি অন করে জাস্ট এটার আইকনে ক্লিক করলেই নেট কানেক্ট হয়ে যাবে)

কোন মন্তব্য নেই: